কোহিমা, ২৮ ফেব্রুয়ারিঃ নাগাল্যান্ডের (Nagaland) রাজধানী কোহিমার (Kohima) মাও মার্কেট এলাকায় ভয়াবয় আগুন। দাউদাউ করে জ্বলছে দোকান ঘরগুলো। মাও মার্কেটের বিধ্বংসী আগুনে ২০০ টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল ৫ টা নাগাদ কোহিমার মাও মার্কেটের একটি তিনতলা দোকান ঘরের নীচের তোলায় আগুনটি লাগে। দোকানঘরটি কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হলেও দমকল সঠিক সময়ে এসে পৌঁছায়নি। ফলে আগুন আরও বিধ্বংসী চেহারা নেয়।
ঘটনাস্থলে দমকলের প্রায় ২০টি ইঞ্জিন এসে পৌঁছেছিল। মাও মার্কেট এলাকায় আগুন লাগার কারণ হিসাবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট হয়েছে বলেই অনুমান করছে পুলিশ। দমকল কর্মকর্তা সূত্রে খবর, প্রায় ২ ঘণ্টা ধরে লাগাতার প্রচেষ্টার ফলে মাও মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদিও ভয়াবহ অগ্নিকান্ডে কোন হতাহতের কোন খবর মেলেনি।
কোহিমার মাও মার্কেটে বিধ্বংসী আগুন...
Major fire in Kohima town, Mao Market area on February 27 evening. Further details awaited. (Source via WhatsApp) pic.twitter.com/t1drxxvxaF
— Nagaland Post (@Nagaland_Post) February 27, 2023
জানা গিয়েছে কোহিমার মাও মার্কেটের আগুনে কোটি টাকার উপর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। সবজি, মাংস, মুদি, জামা কাপড়, প্রসাধনী দোকান মিলিয়ে ২০০ টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।