অষ্ঠমী-নবমীর রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুতে। জানা যাচ্ছে, গত শুক্রবার রাতে চেন্নাই থেকে ৪৬ কিলোমিটার দূরে কাভারাপেট্টাই স্টেশনের (Kavarappettai Railway Stations) কাছে একটি মালবাহী ট্রেনের পেছনে এসে ধাক্কা মারে ১২৫৭৮ মহীশূর-দ্বারভাঙা এক্সপ্রেস। আর এই দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পাশাপাশি ইঞ্জিনে আগুনও লাগে বলে খবর। ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। আর এই দুর্ঘটনার কারণে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী সুরক্ষা ব্যবস্থা। হামেশাই রেলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। জানা যাচ্ছে, প্রাথমিক তদন্তে সিগন্যালের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে এই ট্রেন দুর্ঘটনার পর উদ্ধার হওয়া যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকেই থেকে রেললাইনে লাইনচ্যুত বগিগুলি সরানোর কাজ শুরু হয়েছে। জানা যাচ্ছে, দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে, সেই কারণে লাইন থেকে গাড়ির অংশ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ব্যস্ত রেল কর্তৃপক্ষ।
#WATCH | Tamil Nadu: Restoration work underway at Ponneri- Kavarappettai railway stations (46 km from Chennai) of Chennai Division where Train no. 12578 Mysuru-Darbhanga Express had a rear collision with a goods train, yesterday evening.
12-13 coaches of Mysuru-Darbhanga Express… pic.twitter.com/lLcPH35G1a
— ANI (@ANI) October 12, 2024
যদিও বর্তমানে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি শুরু হওয়ার কারণে বর্তমানে পুনরুদ্ধারের কাজে ব্যাঘাত ঘটেছে। অন্যদিকে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে স্থানীয় হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী উদয়নিধি স্তালিন। তিনি আহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে।