প্রতীকী (ছবিঃ X)

নয়াদিল্লিঃ আর্থিক ভাবে সাহায্য করতে না পারলে মুসলিম (Muslim) ব্যক্তি একাধিক বিয়ে করতে পারবেন না কোনও পুরুষ, সাফ জানাল কেরল হাইকোর্ট। শনিবার এমনই রায় দিল বিচারপতি পিভি কুনহিকৃষ্ণন পেরিনথালমান্নার বেঞ্চ। জানা গিয়েছে, স্বামীর বিরুদ্ধে ভরণপোষণের খরচ হিসেবে মাসিক ১০ হাজার টাকা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৩৯ বছর বয়সি এক মহিলা। স্বামী পেশায় ভিক্ষুক হওয়ায় পারিবারিক আদালতে এই মামলা খারিজ হয়ে যায়। এরপর ওই ব্যক্তির আয়ের পরিমাণের নথি নিয়ে হাইকোর্টে আবেদন করেন ওই মহিলা। তিনি জানান স্বামীর আয় ২৫ হাজার টাকা। একটি দু'টি নয় তিন তিনটি বিয়ে করেছেন তিনি। এদিন দু'পক্ষের বক্তব্য শুনে আদালত জানায়, মুসলিম পার্সোনাল ল এই ধরনের আচরণকে মান্যতা দেয় না। রায়দানে বিচাপতি উল্লেখ করেন, " যদি একজন মুসলিম পুরুষ প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী এবং চতুর্থ স্ত্রীর প্রতি ন্যায়বিচার করতে না পারেন, তাহলে কেবল একাধিক বিবাহ অনুমোদিত নয়। যে ব্যক্তির দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী রাখার ক্ষমতা নেই,

তাঁর পুনরায় বিয়ে করার অধিকার নেই। এমনকি মুসলিমদের প্রচলিত আইন অনুসারেও বিয়ের অনুমোদন দেওয়ার নিয়ম নেই।"

'ভরণপোষণের দায়িত্ব নিতে না পারলে একাধিক বিয়ে করতে পারবেন না মুসলিম পুরুষরা' সাফ জানাল হাইকোর্ট