নয়াদিল্লিঃ অফিস (Office) পরিষ্কার করার জন্য অনলাইন (Online) ক্লিনিং সার্ভিস (Cleaning Service) খুঁজেছিলেন মহিলা। ইন্টারনেট (Internet)ঘেঁটে নামী হোম সার্ভিসের নম্বর খুঁজে পান। সেখানেই ফোন করে বুকিং করেন তিনি। ওই সংস্থার তরফে অনলাইনে কিছু টাকা দিয়ে বুকিং করার কথা জানানো হয়। সেই মতো ৯ টাকা দিয়ে ওই সার্ভিস বুক করেন তিনি। এরপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া যায় ৯৯ হাজার টাকা। এরপরই পুলিশের দ্বারস্থ হন মহিলা।
অনলাইন প্রতারণার শিকার মহিলা, খোয়ালেন ৯৯ হাজার টাকা
ওই মহিলার অভিযোগ, অনলাইনে ওই সার্ভিস বুক করার পর এক মহিলা নিজেকে প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ওই মহিলাকে ফোন করেন। তিনি ওই মহিলাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই মতো সেই অ্যাপ ডাউনলোড করার পর সার্ভিস বুক করার জন্য প্রথমে ৬০০ টাকা ও পরে ৯ টাকা দিতে বলা হয়। অনলাইনে ৯ টাকা দেওয়ার পরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়। এরপরই তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছে। পুলিশের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
৯ টাকা দিতে গিয়ে ৯৯ হাজার টাকা হাওয়া, অনলাইন সার্ভিস নিতে গিয়ে চরম প্রতারণার শিকার মহিলা
🚨 🚨 #BreakingNews Mumbai Woman Loses Rs 99,000 After Rs 9 Payment To Fake Cleaning Service https://t.co/9O70DIZApj
A woman lost Rs 99,000 after she made a payment of Rs 9 to a fake online cleaning service. The shocking cyber fraud was reported from Mumbai's Andheri West.
#…
— Instant News ™ (@InstaBharat) June 8, 2025