360 crore insurance for Ganeshotsav

মুম্বই: বাণীজ্য নগরীতে শুরু হয়েছে সাজো-সাজো রব। সামনেই গণেশ চতুর্থী। মহারাষ্ট্রে গণপতি বাপ্পার পুজো বাঙালির দুর্গাপুজোর থেকে কম কিছু নয়। এই পুজো নিয়ে শহরবাসির উন্মদনা থাকে তুঙ্গে। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন, হিসেবমতো একদিন এই পুজো, এবছর তারিখটা পড়ছে ১৯ সেপ্টেম্বর। কিন্তু খাতায় কলমে একদিন হলেও উৎসব চলে প্রায় দশদিন ধরে। এবছর মুম্বই শহরের গণপতি বাপ্পার জন্য ৩৬০.৪০ কোটি টাকার বীমা করা হয়েছে। ৬৬ কেজি সোনা দিয়ে সাজানো হবে গণেশকে। মুম্বইয়ের জিএসবি সেবা মণ্ডলের সর্বজনীন গণেশ উৎসবের ৬৯তম বছরে এই বিশেষ উদ্যোগ। আরও পড়ুন : Ganeshotsav 2023: গণেশ চতুর্থী দোরগোড়ায়, চলছে শেষ মুহূর্তের তুলির টান, দেখুন ভিডিও 

জিএসবি (GSB) সেবা মণ্ডলের মুখপাত্র অমিত ডি পাই বলেন, "আমাদের গণেশের জন্য ৩৬০.৪০ কোটি টাকার বীমা করা হয়েছে।" পাই আরও জানান, এবছর গয়নার জন্য ৩৮.৪৭ কোটির বিমা করা হয়েছে। ৩০ কোটির বিমা মণ্ডপ ও আগত দর্শনার্থীদের সুরক্ষার উদ্দেশে করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে ২ কোটির বিমা হয়েছে। দুর্ঘটনার জন্য রয়েছে ২৮৯.৫০ কোটির বিমা। কারণ এত বিশালাকায় মূর্তি ভূমিকম্প কিংবা ভারী বৃষ্টিতে মারাত্মক ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, মূর্তি ক্ষতিগ্রস্থ হলে বিপদের আশঙ্কা রয়েছে আশেপাশে থাকা মানুষজনেরও। সেইসঙ্গে বিরাট মাপের আর্থিক ক্ষতি তো রয়েছেই। সব কিছু মাথায় রেখেই বিমার সবথেকে বড় অংশটি রাখা হয়েছে দুর্ঘটনার খাতে।