প্রতীকী ছবি

মুম্বই, ১০ ডিসেম্বরঃ  প্রতিবেশীর ঘর থেকে কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ অর্থ চুরির অভিযোগে গ্রেফতার যুগল। পুলিশ সূত্রে খবর, ২১ বছরের এক মহিলা এবং তার নাবালক প্রেমিক মিলে প্রতিবেশীর ঘর থেকে সাড়ে ৯ লক্ষ টাকার গয়না এবং নগদ অর্থ চুরি করে। ওই মহিলা এবং তার নাবালক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। বন্ধুর সঙ্গে সহবাসে বাধ্য করে স্বামী, সঙ্গমের দৃশ্য রেকর্ড করে ভাইরাল করার হুমকি, গ্রেফতার স্বামী

পুলিশ জানান, ওই অভিযোগকারী প্রতিবেশীর নাম দিব্যা সুরেশ প্যাটেল। মুম্বই (Mumbai) নালাসপাড়া পূর্বের বাসিন্দা তিনি। ২৩ নভেম্বর বাড়িতে গয়না এবং টাকা খুঁজে না পাওয়ায় থানায় অভিযোগ জানায়। এরপর শুরু হয় তদন্ত।

বিল্ডিংয়ের সিসিটিভি দেখা শুরু করে পুলিশ। কিন্তু কোনরকম কিছুর হদিশ মিলছিল না। অভিযোগকারী মহিলা পুলিশকে জানান, তাদের একটি বন্ধুদের গ্রুপ রয়েছে যারা জানতেন তার বাড়িতে বিশাল অঙ্কের অর্থ এবং গয়না রয়েছে। এরপর পুলিশ তদন্তে নামলে খেয়াল করেন, ওই গ্রুপের একজন মহিলা সম্প্রতি বেশ কিছু দামি গয়না এবং জিনিসপত্র কিনেছেন। নিজের প্রেমিককে ১ লক্ষ টাকা দামের একটি বাইকও কিনে দিয়েছেন। অথচ তাদের আয়ের কোনরূপ কোন পরিবর্তন ঘটেনি। এরপর ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের দোষ স্বীকার করে।

মহিলার বাড়ি থেকে সাড়ে ৪ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকা সে খরচ করে ফেলেছে বলেই জানায়। ২১ বছরের ওই মহিলাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এবং তার নাবালক প্রেমিককে সংশোধনাগারে পাঠানো হয়েছে।