প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বই, ১৯ মার্চঃ ইন্টারনেট পরিষেবা যত জাঁকিয়ে বসছে তত মানুষের মধ্যে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি। আট থকে আশি সকলের হাতেই এখন স্মার্ট ফোন। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ইন্টারনেটের রমরমা। যার ফলে বেড়েই চলেছে সাইবার জালিয়াতির দৌরাত্ম্য। অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের নামে এক ব্যক্তির থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা।

আরও পড়ুনঃ নাবালককে ধর্ষণ, তিনবছর আগের মামলায় অভিযুক্তকে ৪০ বছরের কারাবাসের নির্দেশ কেরালা কোর্টের

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুম্বই থেকে অমৃতসর যাওয়ার জন্যে এক মুম্বইবাসি অনলাইনে টিকিট বুক করেন। বাবা-মা, বোন এবং স্ত্রীর জন্যে চারটি টিকিট কাটেন তিনি। যার মোট মূল্য ২০,০০০ টাকা পড়েছিল। কিন্তু টিকিট টাকার পর তিনি সিট নম্বরের কোন মেসেজ পাননি। ফলে টিকিট আদেও বুক হয়েছে কিনা তিনি যাচাই করার জন্যে ইন্টারনেট ঘেঁটে একটি হেল্প লাইন নম্বর খুঁজে বের করে তাতে ফোন করেন।

আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষায় ব্যর্থতার ভয়, আত্মহত্যা চাকরিপ্রার্থীর

ফোনের উলটো দিকের ব্যক্তি তাঁকে দুটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। তার কথা মত অ্যাপ দুটো নিজের ফোনে নামান তিনি। এরপর একে একে অ্যাপের নির্দেশ অনুযায়ী ফর্ম ফিল আপ করতে থাকেন। ব্যাঙ্কের যাবতীয় তথ্য সহ মোবাইল নম্বরে আসা ওটিপি-ও (OTP) শেয়ার করেন তিনি। এরপরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয় দেড় লক্ষ টাকা। সাইবার প্রতারণার শিকার হয়ে পুলিশের দারস্ত হন তিনি।