Photo Credits: Wikimedia commons

নয়া দিল্লি, ১১ অগাস্টঃ মুম্বই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো বিমানে (Mumbai-Guwahati IndiGo Flight) মহিলা যাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ওই মহিলা। অসম পুলিশের (Assam Police) কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ইন্ডিগো বিমান সংস্থার মুখপাত্র সূত্রে খবর, ১০ সেপ্টেম্বর মুম্বই থেকে গুয়াহাটি যাত্রা করছিল 6E 5319 ইন্ডিগো বিমানটি (IndiGo)। মাঝ আকাশে বিমানের মধ্যে এক ব্যক্তির বিরুদ্ধে মহিলা সহযাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে।

বিমানটি গুয়াহাটিতে অবতারণের পরেই অসম পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মহিলা। গ্রেফতার হয়েছে অভিযুক্ত। পুলিশকে ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতা করবে বলেই এদিন বিবৃতিতে জানিয়েছে ইন্ডিগো মুখপাত্র। বিগত দুমাসে সংস্থার বিমানে এই নিয়ে চতুর্থবার যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।