প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বই, ১০ জুনঃ মুম্বইয়ের ধারাভি অঞ্চলে আগুন (Mumbai Fire)। রবিবার মুম্বই সেন্ট্রালের ধারাভির আবাসনে বিদ্ধংসী আগুন। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) সূত্রে খবর, দুর্ঘটনায় আহত হয়েছেন আবাসনের ৬ জন বাসিন্দা। যাদের মধ্যে একজনের বয়স ৫ এবং আর এক জনের বয়স ১০।

এক দমকল কর্মকর্তা সূত্রে খবর, রবিবার বেলা ১১টা নাগাদ ৯০ ফিট উচু ওই আবাসনে আগুনটি লাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছায় দমকলের ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। একই সঙ্গে চলতে থাকে আসাবনে আটকে পড়া লোকেদের উদ্ধার কাজ। দমকল কর্মীদের তৎপরতায় সাড়ে ১২টার মধ্যেই আবাসনের আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে,  আবাসনে আগুন লাগার ফলে অগ্নিদগ্ধ হয়েছেন অন্ততপক্ষে ৬ জন। যাদের নিকটবর্তী সিওন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার ফলে আহতদের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে কী কারনে এদিন আবাসনে আগুন লাগল তা এখনও অজানা।