মুম্বই, ৬ অক্টোবরঃ মুম্বই গোরেগাঁওয়ের (Goregaon) বহুতলে বিধ্বংসী আগুন (Mumbai Fire)। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছ ৭ জনের। আহত হয়েছে ৪০ জনের বেশি। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) সূত্রে খবর, গোরেগাঁও পশ্চিমের আজাদ নগর এলাকার জয় ভবানী বিল্ডিংয়ে ভোর ৩টের দিকে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পরে গোটা আবাসনে।
আহত বাসিন্দাদের উদ্ধার করে যোগেশ্বরীর একটি ট্রমা সেন্টার এবং জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাঁচ জন আহতের অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে, মৃতদের ৭ জনের মধ্যে ১ জন পুরুষ। বাকি ৫ জন মহিলা। যাদের মধ্যে ২ জন নাবালিকা। অন্যদিকে আহত ৪০ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ২৮ জন মহিলা রয়েছে। তাদের একজন নাবালিকা।
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো...
#WATCH | Goregaon Fire | Mumbai: Latest visuals from the spot.
A fire broke out in Mumbai's Goregaon area late last night in which a total of 51 persons were injured. 7 deaths have been reported so far. Whereas the condition of 5 is critical, 35 persons are being treated and 4… pic.twitter.com/3VlaU99NCY
— ANI (@ANI) October 6, 2023
আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে সেই কারণ অনুসন্ধান করছে দমকল বাহিনী।