মুম্বই, ২৫ ডিসেম্বরঃ মধ্যরাতে অন্ধেরি মুম্বইয়ের বহুতলে আগুন লাগে (Mumbai Fire)। ২৯ তলা আবাসনের ২৪ মালায় বুধবার রাতে হঠাৎই আগুন লেগে যায়। ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন চার জন। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, অন্ধেরি শহরতলির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের শিবশক্তি আবাসনে আগুন লাগে। রাত ১ টা ৪৫ নাগাদ পথ চলতি মানুষের চোখে পড়ে ধোঁয়া। এরপর তাঁরা খবর দেন আবাসনবাসীদের। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকলের ৪ টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। ভোর ৫ টা ১৫ নাগাত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা।
আরও পড়ুনঃ নবজাতের মলদ্বারে ৯০০ গ্রামের টিউমার, এনআরএস হসাপাতালে সফল জটিল অস্ত্রোপচার
শর্ট সার্কিট হয়েই আবাসনে ২৪ মালায় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন পুলিশ। আগুনের ধোঁয়া হু হু করে ছড়িয়ে যায় ২৪ তলা থেকে ২৩ তলায়। ধোঁয়ার জেরে শ্বাসকষ্টে ভুগছেন ৪ জন। তাঁদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তিও রয়েছেন। যার বয়স ৮৫। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসারত রয়েছেন তাঁরা। আইসিইউ-তে চিকিৎসা চলছে আবাসনের বৃদ্ধের।