মুম্বই, ২৭ মার্চঃ দিনের পর দিন গার্হস্থ্য কলহ, বিকৃত যৌন সঙ্গমে বাধ্য করা, স্বামীর বিরুদ্ধে আদালতের মামলায় জয়ী হয়েছেন স্ত্রী। মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অভিযুক্ত স্বামীকে সাজা শোনালেন। স্ত্রীর ভরণপোষণের জন্যে মাসিক ৫০,০০০ টাকা দেওয়ার নির্দেশ দিল মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।
জানা গিয়েছে, ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গুঞ্জন এবং অনীল সিংহ। বিয়ের দুবছরের মধ্যেই স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যান গুঞ্জন। পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছিলেন, স্বামীর সকল যৌতুকের দাবি মেটানো সত্ত্বেও বিয়ের পর মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল তাঁকে।
অভিযুক্তের স্ত্রী আরও জানায়, বিয়ের পর ৬০ লক্ষ টাকা চেয়েছিলেন তাঁর স্বামী। কিন্তু স্ত্রী সেই টাকা দিতে অস্বীকার করায় মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু হয় তাঁর উপর। বিকৃত যৌন সম্পর্কে বাধ্য করতেন তাঁর স্বামী।
স্বামীর কোন রকম অর্থনৈতিক অনটন না থাকা সত্ত্বেও দিনের পর দিন তাঁকে স্বামীর নির্যাতনের শিকার হয়ে যেতে হয়েছে। মহিলার স্বামী পেশায় মুম্বইয়ের নামী পানশালার মালিক। একাধিক সম্পত্তি, গাড়ি, বাড়ি সমস্ত কিছুই রয়েছে তাঁর। স্বামী অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালি হওয়ার দরুন আদালত মহিলার ভরণপোষণের জন্যে মাসিক ৫০,০০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে।