ব্যবসায় একের পর এক ধাক্কা। বড় লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে আদানি গ্রুপ। ব্যবসায় মন্দার জেরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় সেরা ১০ এর নীচে নেমে গেলেন গৌতম আদানি (Gautam Adani)। তাঁকে টপকে এগিয়ে রয়েছেন রিলায়েন্স কর্ণধর মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এই মুহূর্তে ভারতের সব চেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। গত বছর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছিন গৌতম আদানি। সেই সঙ্গে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির তকমাও পেয়েছিলেন। কিনতি বছর ঘুরতে না ঘুরতেই ব্যবসায় একে পর এক মন্দা। চতুর্থ স্থান থেকে পড়লেন সপ্তম স্থানে। সেখান থেকে নেমে এলেন ১১ নম্বরে। এখন বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় গৌতম আদানির ঠাঁই হয়েছে ১৫ নম্বরে।
আরও পড়ুনঃ বাগদান সেরে কাশী বিশ্বনাথের মন্দির দর্শনে আম্বানি পুত্র অনন্ত
ফোর্বসের (Forbes) রিপোর্ট অনুযায়ী, বুধবার দিনের শুরুতে গৌতম আদানির (Gautam Adani) মোট সম্পতির পরিমাণ ছিল ৮৩.৯ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু দিন ফুরাতে ফুরাতে সম্পতির ঘড়া নিম্নমুখী। বাজেট পেশের পর সন্ধ্যেতে তাঁর সম্পতির পরিমাণ এসে দাঁড়িয়েছে ৭৫.১ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে মুকেশ আম্বানির সম্পতি ৮৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। যা তাঁকে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা দিয়েছে। নতুন বছরে সেরা প্রাপ্তি আম্বানির (Mukesh Ambani)।