নয়াদিল্লিঃ ফের পণের (Dowry) দাবিতে অত্যাচার। ২ লক্ষ টাকার মোষ চেয়ে দীর্ঘদিন ধরে অত্যাচার চালানো হয় গৃহবধূর উপর। নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে আত্মঘাতী ২১ বছরের তরুণী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের মাধোগঞ্জে। মৃতার নাম বিমলেশ বাঘেল। চলতি বছরের ৩১ জানুয়ারি দীনেশ বাঘেল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর।
অভিযোগ , বিয়ের পর থেকেই পণের দাবিতে তরুণীর উপর নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকেরা। সম্প্রতি একটি ২ লক্ষ টাকার মোষ চেয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা। তা না দিতে পারলে তরুণীর উপর চলে নির্মম অত্যাচার। মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূর দেহ। জানা যায়, অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছে সে। মৃতার পরিবারের অভিযোগ , শ্বশুরবাড়ির অত্যাচারেই মৃত্যু হয়েছে মেয়ের। এই ঘটনায় মৃতার স্বামী,শাশুড়ি, শ্বশুর-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে।
পণ চাই ২ লক্ষ টাকার মোষ, অত্যাচারে অ্যাসিড খেয়ে আত্মঘাতী গৃহবধূ
MP News: Newly Wed Woman Consumes Acid After In-Laws Torture Her For Not Bringing Buffalo In Dowry, Dies#MadhyaPradesh #MadhyaPradeshNews https://t.co/vjE7djUZc9
— Free Press Madhya Pradesh (@FreePressMP) October 18, 2025