খারগণে (মধ্যপ্রদেশ): তেলের ট্যাঙ্কারে (fuel tanker) আগুন লেগে বিস্ফোরণের ফলে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। জখম হয়েছেন আরও ২০ জনের বেশি। বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিসতান (Bistan) পুলিশ স্টেশনের অন্তর্গত অঞ্জনগাঁও (Anjangaon) গ্রামে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই তেলভর্তি ট্যাঙ্কারটি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে খারগণের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৬ টার সময় অঞ্জনগাঁও গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা ওই তেলের ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। তারপর আগুন লেগে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আওয়াজ শুনে গ্রামবাসীরা এসে উদ্ধার কাজে হাত লাগানোর সঙ্গে সঙ্গে উলটে যাওয়া ট্যাঙ্কার থে্কে তেলও সংগ্রহ করেন।। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে দমকলকর্মীরাও। ঘটনাস্থল থেকে জখম ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পরে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এপ্রসঙ্গে খারগণের এসডিএম (SDM) ওম নারায়ণ সিং জানান, তেলের ট্যাঙ্কারটি উলটে পরার পরে স্থানীয় গ্রামবাসীরা তার থেকে তেল বের করছিলেন। সেসময়ই আচমকা ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ হয়।
খারগণের বিধায়ক রবি যোশী বলেন, কমপক্ষে ১৫ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের ইন্দোর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে ১০ জন ভর্তি রয়েছেন খারগণে জেলা হাসপাতালে। রাজ্য সরকারের কাছে এই দুর্ঘটনায় মৃত ও জখমদের জন্য আর্থিক অনুদান দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
MP: Fire breaks out in fuel tanker; 2 dead, over 20 injured
Read @ANI Story | https://t.co/zu7mNjJass#Fire #MadhyaPradesh pic.twitter.com/WhvrO0V9eV
— ANI Digital (@ani_digital) October 26, 2022