প্রতীকী ছবি

আজমের: পার্টিতে মদের পেগ বিলি নিয়ে গণ্ডগোল হয়েছিল। এর জেরে নিজের বন্ধুকে খুন করল এক যুবক। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই অভিযুক্ত ২৬ বছরের রাজ কারানকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর আজমেরের বৈশালি নগরে একটি মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি স্থানীয় জেএলএন হাসপাতালে পাঠায়। পরে জানা যায়, মৃতের নাম মদন কাটহাট। বয়স ৪৫ বছর। তাঁর ছেলে একটি নিখোঁজ ডায়েরি করেছিল তার ভিত্তিতেই মৃতের পরিচয় জানা যায়।

তদন্ত নেমে পুলিশ জানতে পারে সম্প্রতি বৈশালি নগরে একটি পার্টি চলছিল। সেখানে মদন ও রাজ দুজনেই হাজির ছিলেন। সেখানেই মদের পেগ বিলি করা নিয়ে দুই বন্ধুর ঝগড়া হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, গত ৯ নভেম্বর মদনের সঙ্গে রাজকে শেষ বারের মতো দেখা গেছে। তারপর থেকেই মদনের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাজকে গ্রেফতার করার পর জেরা করে জানা যায়, মদের পেগ বিলি করা নিয়ে গণ্ডগোলের জেরে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। তখনই রাগের মাথায় মদনকে খুন করে রাজ।