নয়া দিল্লি, ২ অক্টোবরঃ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (National Investigation Agency) মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এক সন্দেহভাজন আইসিস (ISIS) সন্ত্রাসীকে সোমবার গ্রেফতার করল দিল্লি পুলিশের (Delhi Police) বিশেষ দল। সন্ত্রাসবিরোধী সংস্থার এক বড় অভিযানের সময় দিল্লি থেকে গ্রেফতার হয় শাহনওয়াজ ওরফে শফি উজ্জামা। দিল্লি পুলিশের বিশেষ দল রাজধানীর একটি আস্তানা থেকে গ্রেফতার করেছে শাহনওয়াজকে। এদিন স্লিপার সেল সন্দেহে আরও কয়েকজনকে আটক করেছে দিল্লি পুলিশের সন্ত্রাসবিরোধী সংগঠন।
সূত্রের খবর, সন্ত্রাসমূলক কাজে যুক্ত শাহনওয়াজ পেশায় একজন ইঞ্জিনিয়ার। আইসিস পুনে মডিউল মামলায় তদন্ত চলছিল তার। দিল্লি নিবাসী শাহনওয়াজ পুনেতেই থাকত। জুলাই মাসে পুনেতে অভিযানের সময় তার দুই সহযোগীকে গ্রেফতার করা হলেও শাহনওয়াজ সেই সময়ে পালিয়ে যায়। দিল্লিতে ফিরে গোপন আস্তানায় ঘাঁটি গেড়ে ছিল।
গত মাসেই এনআইএ (NIA) শাহনওয়াজ সহ আরও তিন সন্দেহভাজন সন্ত্রাসী রিজওয়ান আবদুল হাজি আলি, আবদুল্লাহ ফাইয়াজ শেখ ওরফে ডায়পারওয়ালা এবং তালহা লিয়াকত খানের খোঁজের জন্যে ৩ লক্ষ টাকা করে নগদ পুরষ্কারের ঘোষণা করেছিল। এনআইএ সূত্রে খবর, মহারাষ্ট্রের পুনেতে আইএসআইএস মডিউলের সঙ্গে ওই তিনজনই যুক্ত ছিল। দেশ জুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোই ছিল তাদের লক্ষ। সূত্রের খবর, আবদুল্লাহ পুনেতে একটি ডায়পারের দোকান চালাত। গোপনে সেই দোকানের মধ্যে বিস্ফোরক যন্ত্র প্রস্তুত করত সে।
রিজওয়ান আলি দিল্লির বাসিন্দা। তাকে এবং তার ছোট ভাইকে ২০১৮ সালে ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আদালত তাঁদের মুক্তি দেয়। বিয়ে করে স্ত্রীকে নিয়ে পুনে চলে যায় রিজওয়ান। বাবা অসুস্থ হওয়ায় আবার দিল্লিতে ফিরে সে। কিন্তু মাস দুই আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায়।