নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) হাড়হিম করা ঘটনা। মসজিদ চত্বর থেকে উদ্ধার মুসলমান ধর্মগুরুর স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলার গাংনৌলি গ্রামে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, ওই মসজিদের ইমামের নাম ইব্রাহিম। মসজিদ চত্বর থেজে উদ্ধার হয় এরপর পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল পরিদর্শন করেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কালানিধি নাইথানি। তিনি বলেন, "ডাকাতি, পুরনো শত্রুতা নাকি পারিবারিক বিবাদের জেরে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। পাঁচটি দল গঠন করে তদন্ত চলছে। দোষীদের দ্রুত ধরা হবে।" স্থানীয় সূত্রে খবর, বিগত চার বছর ধরে গাংনৌলির বড়ি মসজিদে কর্মরত ছিলেন ইমাম ইব্রাহিম। স্ত্রী , ইসরানা মসজিদ চত্বরেই শিশুদের পড়াতেন।
মসজিদে রক্তারক্তি, উদ্ধার ইমামের স্ত্রী ও ২ কন্যাসন্তানের দেহ
Cleric's wife, 2 daughters found dead inside home at mosque premises in UPhttps://t.co/ptCMmz5G5Y
— Hindustan Times (@htTweets) October 12, 2025