Zubeen Garg (Photo Credit: Instagram)

নয়াদিল্লিঃ প্রিয় শিল্পী জুবিন গর্গকে (Zubeen Garg)হারিয়ে কাঁদছে অসম(Assam)। সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ড্রাইভিং করতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছন বিখ্যাত সঙ্গীতশিল্পী। সিঙ্গাপুরে ময়নাতদন্তের পর শনিবার রাতে শেষবারের মতো গুয়াহাটির বাড়িতে ফিরল জুবিনের দেহ। চোখের জলে প্রিয় 'জুবিন দা'কে বিদায় জানাল অসমবাসী।

জানা গিয়েছে, জুবিনের দেহ আনতে দিল্লি পৌঁছেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমস্ত প্রক্রিয়া শেষ করে এয়ার ইন্ডিয়ার 'আইএক্স ১১৯৭' বিমানে করে নিয়ে আসা হয় দেহ। এদিন প্রিয় গায়ককে শেষবারের মতো দেখার জন্য গুয়াহাটির বাড়ির সামনে উপচে পড়ে ভক্তদের ভিড়। চোখের কোণে জল নিয়ে জুবিনের গাওয়া গানের লাইন আওরাতে থাকেন তাঁরা। ঘরের ছেলেকে শেষবারের মতো কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

প্রিয় জুবিনকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানাল অসম

এদিন শিল্পীর গুয়াহাটির কাহিলিপাড়ার বাড়ির সামনে উপস্থিত ছিলেন অসমের শিক্ষামন্ত্রী ডঃ রনোজ পেগু, সাংসদ গৌরভ গোগোই-সহ বহু নেতারা। জুবিনকে শেষ শ্রদ্ধা জানান সকলে। গুয়াহাটির সরুসাজাইয়ে রাখা হবে জুবিন গর্গের মরদেহ। সেখানেই প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা।  পরিবারের সঙ্গে আলোচনা করেই গায়কের শেষকৃত্য সম্পর্কে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। উল্লেখ্য, জুবিনের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত অসম সরকারের।

কাঁদছে অসম, গুয়াহাটির বাড়িতে শেষবারের মতো ফিরলেন 'জুবিন'