School Student, Representational Image (Pixaby)

রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। এই প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পুজোর পর থেকে শুরু হয়েছে সেই টাকা দেওয়ার কাজ। এরমধ্যেই ভূঁড়ি ভূঁড়ি অভিযোগ উঠছে টাকা বেহাত হওয়ার। প্রথমে পূর্ব বর্ধমানে এই ধরনের অভিযোগ ওঠে। পড়়ে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকাগুলিতে। বুধবার আবার হাওড়াতেও বিভিন্ন সরকারি স্কুলে পড়ুয়াদের সঙ্গেও ঘটেছে একই রকমের ঘটনা।

জানা যাচ্ছে হাওড়ায় কমপক্ষে ২৮টি স্কুলের ১২০ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। সবমিলিয়ে রাজ্যজুড়ে কমবেশি ৫০০ জন পড়ুয়ার সঙ্গে ঘটেছে এই ঘটনা। বুধবার সন্ধ্যায় হাওড়া কমিশনারেট এলাকার মোট ৭টি স্কুল থেকে ৪টি থানায় এই সম্পর্কিত বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, রাজ্যে মোট ৮০টি স্কুলের ৫০০-এর বেশি পড়ুয়ার অ্যাকাউন্ট ডিটেলস ভুল থাকার কারণে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।

শিক্ষা দফতর সূত্রের খবর, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে একাধিক পড়ুয়ার অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড ভুল রয়েছে। যার ফলে তাঁদের অ্যাকাউন্টে পাঠানো টাকা আটকে রয়েছে। মনে করা হচ্ছে, স্কুল কর্তৃপক্ষের ভুল বা জেলা শিক্ষা দফতরের ভুলের কারণেই সম্ভবত টাকা নয়ছয় বা আটকে যাওয়ার ঘটনা ঘটছে।