রাঁচি, ১৪ নভেম্বর: ঝাড়খণ্ডে (Jharkhand Assembly Election 2024) নির্বাচন চলছে। ঝড়খণ্ডে (Jharkhand) দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ ২০ নভেম্বর। ঝাড়খণ্ডের ভোটে সবেচেয় ধনী প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি। দ্বিতীয় পর্যায়ের ভোটের আগে এমনই তথ্য প্রকাশ পেল। যেখানে দেখা যাচ্ছে, ঝাড়খণ্ডের সবচেয়ে ধনী প্রার্থীর কাছে ৪০০ কোটির সম্পত্তি রয়েছে। ঝাড়খণ্ডে যে প্রার্থীর সবচেয়ে কম সম্পত্তি রয়েছে,তার পরিমাণ ১০০ কোটি। ঝাড়খন্ডে দ্বিতীয় পর্যায়ের ভোটে যাঁরা লড়াই করছেন, তাঁদের মধ্যে একাধিক কোটিপটি রয়েছেন। রিপোর্টে প্রকাশ, সমাজবাদী পার্টির আকিল আখতার লড়ছেন দ্বিতীয় পর্যায়ে। তাঁর সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি।
আকিল আখতারের পাশাপাশি নিরঞ্জন রাই নামে আরও এক প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১৩৭ কোটি। এই দুজনের পাশাপাশি আরও বেশ কয়েকজন কোটিপতি এবার ঝাড়খণ্ডের নির্বাচনে লড়াই করছেন বলে খবর।
১৩ নভেম্বর প্রথম পর্যায়ের ভোট সম্পন্ন হয়েছে ঝাড়খণ্ডে। দ্বিতীয় পর্যায়ের ভোট ২০ নভেম্বর। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ভোট দিয়েই ঝাড়খণ্ডে নির্বাচন পর্ব সম্পন্ন হবে এবার। ৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভার ভোট গণনা হবে ২৩ নভেম্বর।