মধ্যপ্রদেশের পরিস্থিতি (ছবিঃX)

নয়াদিল্লিঃ নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ রাজ্যজুড়ে বৃষ্টি ও বন্যা পরিস্থিতিরাজ্য সরকারের তথ্য অনুযায়ী, চলতি বর্ষায় বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ২৫২ জনের ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর, রাস্তাঘাট পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসনচলতি বর্ষায় মধ্যপ্রদেশে বাজ্রপাতে, ধসে, গাছ পড়ে এবং জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোট ২৫২ জনের মৃত্যু হয়েছে বৃষ্টিতে ভেঙে গিয়েছে ২৫৪টি গ্রামীণ রাস্তা বিভিন্ন জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বর্ষার জেরে মৃত্যু হয়েছে ৪৩২ পশুপাখির এলাকায় এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য মোতায়েন করা হয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী প্রয়োজনে সেনা নামানো হতে পারে বলে সরকারি সূত্র মারফত খবর ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব শুধু তাই নয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের সব রকম সুরক্ষা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ত্রাণ ও পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই ৩৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে চলতি বর্ষার মরশুমে মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ৭১১.৩ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর যা স্বাভাবিকের থেকে ৫৯ শতাংশ বেশি

বর্ষায় বিপর্যস্ত মধ্যপ্রদেশ, বৃষ্টিজনিত কারণে মৃত্যু ২৫২ জনের