কলকাতা : হট লুকে দেখা গেল অভিনেতা মোনালিসাকে (Monalisa)। বাঙালির কথাই আছে শাড়িতে নারী। এবার শাড়ি পরেই হট লুকে ধরা দিলেন বাঙালি এই অভিনেতা। কালো সাদা রঙের একটি শাড়ি পরা ছবি তিনি ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করেছে। ছবিটি পোস্ট করতেই সেখানে তাঁর অনুরাগীরা বিভিন্ন মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন শাড়িতে তাঁকে খুব গর্জিয়াস লাগছে।

বাঙালি মেয়ে অন্তরা দাস তিনি এখন মোনালিসা নামেই খ্যাত। বাংলা ছাড়াও তিনি ভোজপুরি, ওড়িয়া, কন্নড়, তেলেগু এবং হিন্দি ছবিতে কাজ করেছেন।তাঁকে বিগ বসেও দেখা গিয়েছে। সম্প্রতি বাংলা ওয়েব সিরিজ ‘দদুপুর ঠাকুরপো সিজন টু’-তে ঝুমা বউদি নামে এক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন তিনি। বর্তমানে তিনি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সঙ্গে চুটিয়ে সংসার করছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)