যুবতীকে রাস্তায় হেনস্থা((ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রকাশ্যে রাস্তায় তরুণীকে হেনস্থা(Assault)। রাস্তায় যুবতীকে জাপ্টে ধরে শরীরে হাত, সিসিটিভি ক্যামেরায়(CCTV Camera) ধরা পড়ল অজ্ঞাত পরিচয় যুবকের কীর্তি। বেঙ্গালুরুরু ঘটনায় শোরগোল গোটা দেশে। ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। আর এবার সেই ক্ষোভ আরও উসকে দিল রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। এই প্রসঙ্গে তিনি বলেন, "বেঙ্গালুরুর মতো বড় শহরে এই ধরনের ঘটনা ঘটতেই পারে।" জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বিটিএম এলাকায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দুই তরুণী। পিছন থেকে তাঁদের অনুসরণ করছেন এক যুবক। আচমকাই ওই যুবতীর উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। জোর করে যুবতীর শরীরে হাত বোলান। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেন তরুণী। এরপর ওই যুবতী চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত যুবক। ওই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হতেই যৌন হেনস্থার মামলা রুজু করা হয়। যদিও নিগৃহীত যুবতী কোনওরকম অভিযোগ দায়ের করেননি।

 বেঙ্গালুরুর রাস্তায় যুবতীকে হেনস্থা

অন্যদিকে ওই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হতেই চর্চায় এই ঘটনা। বেঙ্গালুরু শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আর এরই মাঝে এই ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। পুলিশের ঘাড়ে বন্দুক রেখে তিনি বলেন, "বেঙ্গালুরুর মতো শহরে এই ধরনের ঘটনা হতেই পারে। আমি প্রশাসনকে বারবার সচেতন থাকতে বলি। এই ধরনের ঘটনা ঘটলে তা সাধারণ মানুষের নজরে আসবেই। এত বড় শহরে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। আরও নজরদারি বাড়াতে হবে। আমরা আইন মেনে পদক্ষেপ করব। প্রয়োজনে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলব।"

 রাস্তায় যুবতীকে জাপ্টে শরীরে হাত, মন্ত্রী বললেন 'বড় শহরে এসব হতেই পারে'