বালেশ্বর, ৩ জুনঃ শুক্রবার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশ বিদেশের মানুষের মধ্যে। একই সঙ্গে দুর্ঘটনার মুখোমুখি তিনটি ট্রেন। মৃত্যু সংখ্যা ২৬১। আহত ৯০০। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা (Coromandel Express Accident) নিয়ে শনিবার উচ্চপদস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৈঠক শেষে হেলিকপ্টরে করে তিনি রওনা দেন বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থলে।
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির ছয়লাপ। যাত্রীদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। দুর্ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কিছু নিজের চোখে খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী (Modi at Balasore)। সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এছাড়াও উদ্ধারকার্য কেমন চলছে তা নিয়েও আলোচনা করেছেন মোদী।
দুর্ঘটনাস্থল পরিদর্শন সেরে তিনি বালেশ্বর জেলা হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিলেন। দুর্ঘটনায় আহতদের সঙ্গে নিজে গিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।
#WATCH | Odisha: After taking stock of the situation at Balasore train crash site, PM Modi leaves for a hospital to meet the victims of #OdishaTrainTragedy. pic.twitter.com/DMvcvHGIBY
— ANI (@ANI) June 3, 2023
হাসপাতালে পৌঁছে আহত যাত্রীদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন তিনি। আহতদের বেডে গিয়ে তাঁদের খবর নিয়েছেন মোদী।
#WATCH | Odisha: PM Narendra Modi visits a hospital in Balasore to meet the injured victims of #OdishaTrainTragedy. pic.twitter.com/vP5mlj1lEC
— ANI (@ANI) June 3, 2023
শুক্রবার সন্ধ্যে ৭টা নাগাদ বাহানাগা স্টেশনের কাছে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে করমন্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident)। লাইন থেকে বেরিয়ে যায় ট্রেনের একাধিক কামরা। দুর্ঘটনার কয়েক মুহূর্তের মধ্যেই পাশের লাইন থেকে পার হচ্ছিল বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস। করমন্ডলের বেলাইন হওয়া বগিতে ধাক্কা লেগে যশবন্তপুরের চারটি বগি লাইনচ্যুত হয়।