Puri Jagannath Temple (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ সামনেই রথযাত্রা (Rath Yatra 2025)। আর তার আগেই শ্রীক্ষেত্রে চাঞ্চল্যকর অভিযোগ। জগন্নাথদেবকে (Lord Jagannath) উৎসর্গ করার আগেই খোয়া গেল ভোগ (Modak)। এই খবর জানাজানি হতেই চরম অস্বস্তিতে মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, প্রতিবছরই এই সময় সাধারণ ভোগের বদলে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার জন্য বিশেষ ভোগ তৈরি হয় । প্রচলিত আছে, স্নানযাত্রার পর জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা জ্বরে শয্যাশায়ী থাকেন। আর তাই তাঁদের সুস্থতার জন্য এই বিশেষ নৈবেদ্য ভোগ দেওয়া হয়। এই ভোগকে ‘আমুনিয়া মোদক’ বলে। আর এবার ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করার আগেই গায়েব ৭০ টি ‘আমুনিয়া মোদক।’ এই নজিরবিহীন অভিযোগের জেরে উত্তাল পুরী।

ফের শিরোনামে জগন্নাথ মন্দির, খোয়া গেল মোদক

এই প্রসঙ্গে সেবায়েত হলধর দাসমহাপাত্র জানিয়েছেন, মন্দিরের সুরক্ষিত ঘরে রাখা ছিল ৭০ টি মোদক। সেখান থেকেই তা উধাও হয়ে যায়। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের কাছে চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। রথযাত্রার মাত্র তিনদিন আগে মন্দিরে চুরির ঘটনা স্বাভাবিকভাবেই মন্দিরের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে।

রথযাত্রার আগে পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ চুরি, 'সুরক্ষিত' কক্ষ থেকে খোয়া গেল ৭০ টি মোদক