পাটনা: পুলিশের তাড়া খেয়ে পালানোর (escape) সময় একটি জলভর্তি কুয়ো (water pit) পড়ে মারা যায় এক ব্যক্তি। এর জেরে কিছু মানুষ উত্তেজিত হয়ে থানায় (police station) আগুন (fire) ধরিয়ে দিল। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মুজাফফরপুর (Muzaffarpur) জেলার রামপুর জয়পাল (Rampur Jaypal) গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর জয়পাল গ্রামের একটি বাড়িতে মদ তৈরির কারখানা (liquor manufacturing unit) তৈরি করা হয়েছিল বলে খবর পেয়েছিল আবগারি দফতর (excise department)। তারপরই পুলিশ ও আবগারি দফতরের যৌথ বাহিনী বুধবার ওই বাড়িতে অভিযান চালায়। আচমকা যৌথবাহিনীর অভিযানে ভয় পেয়ে ওই বাড়িতে থাকা পিন্টু যাদব নামে এক ব্যক্তি পালাচ্ছিল। সেই সময় সে একটি জলভর্তি কুয়োয় পড়ে ডুবে মারা যায়। এই ঘটনার কথা জানতে পেরে পুলিশ ও আবগারি দফতরের লোকজনকে তাড়া করে গ্রামের কিছু মানুষ। তাড়া করতে করতে স্থানীয় গারখা পুলিশ স্টেশনে (Garkha police station) এসে পৌঁছয়। উত্তেজিত জনতার অভিযোগ ছিল, তল্লাশি অভিযান করতে যাওয়া যৌথ বাহিনীর সদস্যরা পিন্টু যাদবকে বেধড়ক মারধর করেছিলেন ও সে কুয়োয় পড়ে যাওয়ার পরে তাকে উপরে উঠতে সাহায্য় করার পরিবর্তে বাধা দেয়। এর ফলে জলে ডুবে মৃত্যু হয় পিন্টুর।
থানায় পৌঁছনোর পর প্রথমে বাইরে থাকা গাড়িগুলি ভাঙচুর করে উত্তেজিত জনতা তারপর পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে পুলিশ কর্মীরা প্রাণ বাঁচাতে ওই থানা ছেড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় এসএসপি একজন এএসপি পদমর্যাদার আধিকারিক-সহ প্রচুর পুলিশকর্মী ওই থানায় পাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন: Left Wing Extremism: শুক্রবার বামপন্থী চরমপন্থা নিয়ে দিল্লিতে পর্যালোচনা বৈঠকে বসবেন অমিত শাহ
#Bihar man drowns in pit while escaping police; mob sets police station afire
Read: https://t.co/LizAnwfCu5 pic.twitter.com/TSZulPRzVN
— IANS (@ians_india) October 5, 2023