কাঠমাণ্ডু, ২৯ মে: ১৯ জন যাত্রী ও ৩ জন বিমানকর্মী নিয়ে নিখোঁজ (Missing) নেপালের (Nepal) তারা এয়ারের (Tara Air) বিমানের ধ্বংসাবশেষ মিলল। মুস্তাংয়ের (Mustang) কোয়াং (Kowang) গ্রামে বিমানটির ধ্বংসাবশেষ খোঁজ মিলেছে। বিমানের স্থিতি এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের (Tribhuvan International Airport) প্রধান।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া তথ্য অনুসারে, বিমানটি মনপাথি হিমালের ভূমিধসের কাছে লামচে নদীর মুখে ভেঙে পড়েছে। নেপাল সেনাবাহিনী স্থলপথে ও আকাশপথে ওই এলাকায় যাচ্ছে। Tara Air Plane Missing: ৪ ভারতীয়-সহ ১৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ নেপালের তারা এয়ারের বিমান

আজ সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে জোমসোম যাওয়ার জন্য উড়েছিল বিমানটি। বিমানটিতে ক্রু সহ মোট ১৯ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৪ জন ভারতীয়, ৩ জন জাপানি নাগরিক। বাকিরা নেপালি নাগরিক। বাকি ৩ জন বিমানকর্মী। জোমসোমের জেলা প্রধান অফিসার নেত্র প্রসাদ শর্মা বলেছেন, "বিমানটিকে মুস্তাং জেলার জোমসোমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে বিমানটি ঘুরে যায়। যার পরে এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।"