নয়াদিল্লিঃ ফের শিরোনামে ওড়িশা(Odisha)। এবার মাদ্রাসায় (Madrasa) নাবালক ছাত্রকে যৌন হেনস্থা (Sexual Assault) এবং খুনের (Murder) অভিযোগ। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার পড়ুয়ার দেহ। কাঠগড়ায় সিনিয়র ছাত্ররা। ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচ নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ২ সেপ্টেম্বর। নিহত পড়ুয়া কটকের বাসিন্দা। ওড়িশার নারায়ণগড় জেলার একটি মাদ্রাসায় পড়ত সে। সেই মাদ্রাসার একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তার দেহ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিহত পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালাচ্ছিল এক সিনিয়র ছাত্র,। গত ৩১ অগস্ট দু'জন সিনিয়র ছাত্র মিলে তার উপর অত্যাচার চালায়। কোনও মতে তাদের হাত থেকে পালিয়ে প্রাণে বাঁচে ওই পড়ুয়া। কিন্তু ২ সেপ্টেম্বর ফের শুরু হয় অত্যাচার। যৌন নির্যাতন করার পর খুন করে দেহ ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃত পড়ুয়ার পরিবারের। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে নমুনা। তদন্তে নেমে পাঁচ নাবালককে আটক করে পুলিশ। জানা গিয়েছে, পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে তারা।
যৌন হেনস্থার পর খুন, মাদ্রাসার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার পড়ুয়ার দেহ
A minor student at a madrasa in Odhisha’s Nayagarh district was allegedly killed after being sexually assaulted multiple times.#Odisha #Crime #SexualAssault https://t.co/E6ayZAIzas pic.twitter.com/aX6I2JZxlA
— News18 (@CNNnews18) September 7, 2025