Representative Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ বিহারে (Bihar) ফের গণধর্ষণের (Gang Rape)ঘটনা। নাবালিকাকে (Minor Girl) মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল ৬ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের খাগাড়িয়া জেলায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছা পুলিশ। অভিযোগ, গত মঙ্গলবার এক পরিচিত ব্যক্তি ১৪ বছরের ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর মোটরসাইকেলে চাপিয়ে তাকে একটি নদী বাঁধের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই অপেক্ষা করছিল আরও পাঁচজন।

বিহারে গণধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকা

এরপর পানীয়র মধ্যে মাদক মিশিয়ে নাবালিকাকে অজ্ঞান করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অচেতন অবস্থায় তাকে সেখানে ফেলেই পালায় অভিযুক্তরা। সারারাত অজ্ঞান অবস্থায় পড়ে থাকার পর বুধ সকালে বাড়ি ফেরে নির্যাতিতা। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতা ও তার পরিবার।এই ঘটনায় পুলিশ সুপার রাকেশ কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ৬ জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মাদক খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ, পলাতক ৬ অভিযুক্ত