নয়াদিল্লিঃ কোয়েম্বাটোরের (Coimbatore) পর এবার অসম(Assam)। ফের ছাত্রীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ। স্কুল থেকে ফেরার পথে সপ্তম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়ার বড়ডুবি এলাকায়।
অসমে গণধর্ষণের শিকার সপ্তম শ্রেণির পড়ুয়া
পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণির ওই পড়ুয়া। পথে তাকে তুলে নিয়ে যায় তিন দুষ্কৃতী। নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে চা বাগানের পাশের রাস্তায় ফেলে দেওয়া হয়। রাস্তায় অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ই-রিকশা চালক। তিনিই নাবালিকার বাড়িতে খবর দেন। খবর দেওয়া হয় পুলিশে। এরপর নির্যাতিতাকে উদ্ধার করে তিনসুকিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিশোরীর শরীরে একাধি আঘাতের চিহ্ন মিলেছে। অন্যদিকে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্কুল থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, পলাতক ৩ অভিযুক্ত
Manhunt Launched After Alleged Gang Rape Of Schoolgirl In Assam's Tinsukia https://t.co/JKKSHJKBDV #JusticeForVictim #AssamCrime #Tinsukia #Bordubi #SafetyForGirls #EndSexualViolence #IndianPolice
— 8PM NEWS (@official8pmnews) November 4, 2025