নয়াদিল্লিঃ আমেদাবাদ (Ahmedabad) বিমান দুর্ঘটনা (AIr India Flight Crash) এক কথায় নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আমেদাবাদের মেঘানিনগরের বিজে হোস্টেলের উপর এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর থেকেই নিরাপত্তা নিয়ে যেমন একাধিক প্রশ্ন উঠেছিল, তেমনই বিমানবন্দর সংলগ্ন উঁচু বিল্ডিং নিয়েও বাড়ছিল উদ্বেগ। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার বিমানবন্দর সংলগ্ন উঁচু ইমারত তৈরিতে রাশ টানতে বড় সিদ্ধান্ত অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের। এই প্রসঙ্গে এবার একটি খসড়া আনল উড়ান মন্ত্রক। এই খসড়ায় বিমানবন্দরের আশেপাশের নির্মাণের উচ্চতা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এয়ারক্রাফ্ট (ডেমোলিশন অব অবস্ট্রাকশনস) রুলস ২০২৫ শীর্ষক এই খসড়া পেশ করা হয়েছে। যে বিল্ডিংয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে সে সব বিল্ডিং ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানবন্দর সংলগ্ন উঁচু বিল্ডিং নিয়ে কড়া সিদ্ধান্ত উড়ান মন্ত্রকের
জানা গিয়েছে, গতকাল অর্থাৎ ১৮ জুন এই খসড়া বিল প্রকাশ করা হয়। শ্রীঘ্রই অফিসিয়াল গেজেট প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। তারপর থেকেই এই নিয়ম কার্যকর হবে। এই খসড়ায় উল্লেখ করা হয়েছে, এয়ারডোম জ়োনের অধীনে থাকা যে সমস্থ বিল্ডিং, গাছ উচ্চতার সীমা লঙ্ঘন করছে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। শুধু তাই নয়, উচ্চতার সীমা লঙ্ঘন করলে সেই বিল্ডিংকে নোটিস পাঠাবেন অ্যারোডোমের অফিসার ইনচার্জ । সেক্ষেত্রে ৬০ দিনের মধ্যে বিল্ডিংয়ের প্ল্যান থেকে শুরু করে আয়তন-উচ্চতা সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে হবে। ভবিষ্যতে যাতে বিমান চলাচলের পথে কোনও বাধার সৃষ্টি না হয় তাই এই সিদ্ধান্ত।
আমেদাবাদের বিমান বিপর্যয় থেকে শিক্ষা, ভাঙতে হবে বিমানবন্দর সংলগ্ন উঁচু বিল্ডিং
Ministry of Civil Aviation issues Aircraft (Demolition of obstructions caused by Buildings and Trees etc.) Rules, 2025 and shall come into force on the date of their publication in the Official Gazette.
'"... Act' means the Bharatiya Vayuyan Adhiniyam, 2024 (16 of 2024);… pic.twitter.com/8iBcDjBEWm
— ANI (@ANI) June 19, 2025