প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ফের শিরোনামে দিল্লি(Delhi) ঘর থেকে উদ্ধার বাবা, মা ছেলের থেঁতলানো দেহ উধাও বাড়ির আর এক সদস্য প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাবা, মা দাদাকে খুন করে পালিয়েছে বাড়ির ছোট ছেলে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির ময়দানগড়ির খারক গ্রামে। ওই গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার হয় তিনজনের দেহ পচা দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের তাঁরাই খবর দেন পুলিশে এরপর পুলিশ এসে দরজা ভাঙতেই দরজার সামনে থেকে উদ্ধার হয় ৫০ বছরের প্রেম সিং-এর দেহ এরপর একে একে উদ্ধার হয় তাঁর স্ত্রী রজনী সিং ২৪ বছরের চেলে ঋত্বিক সিং-এর দেহ স্থানীয়রা জানান, এই বাড়িতেই থাকত প্রেম রজনীর ছোট চেলে সিদ্ধার্থ তাকে খুঁজছে পুলিশ

মৃতদেহগুলি পরীক্ষা করে পুলিশের অনুমান, এলোপাথাড়ি কোপ মেরে দেহ থেঁতলে দেওয়া হয়েছে হাত মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায় রজনী ঋত্বিককে মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় ইট পাথর ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল অন্যদিকে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির ছোট ছেলে অর্থাৎ সিদ্ধার্থের মানসিক সমস্যা ছিল গত ১২ বছর ধরে চিকিৎসা চলছিল তার বাড়ি থেকে বেশকিছু প্রেসক্রিপশন বাজেয়াপ্ত করেছে পুলিশ যাতে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার-এর মতো সমস্যার উল্লেখ রয়েছে পুলিশের অনুমান, বাবা-মা দাদাকে খুন করে গা ঢাকা দিয়েছে সে

দিল্লিতে ফের খুন,ঘর থেকে উদ্ধার বাবা, মা ও ভাইয়ের রক্তাক্ত দেহ, পলাতক বাড়ির ছোট ছেলে