ভাঙা জানালা (ছবিঃX)

নয়াদিল্লিঃ মাঝ আকাশে ফের বিপত্তি। খুলে বেরিয়ে এল চলন্ত ফ্লাইটের (Flight) জানালার (Window)  অংশ। আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে পুনেগামী স্পাইস জেটের (SpiceJet ) 'এসজি-১০৮০' ফ্লাইটে। ওই বিমানের জানালার ভিতরের প্যানেল খুলে যায় বলে জানা গিয়েছে। যদিও নিরাপদেই অবতরণ করে বিমানটি।জানা গিয়েছে, ওই বিমানের জানালার পাশেই বসেছিলেন এক মহিলা যাত্রী। তাঁর সঙ্গে ছিল এক শিশুও। মাঝা আকাশে যখন রয়েছে বিমানটি তখন ওই মহিলা যাত্রী লক্ষ্য করেন হঠাৎ জানালাটি খুলে বেরিয়ে আসে। আতঙ্ক ছড়াল গোটা বিমানে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বিমান সেবিকারা।

মাঝ আকাশে খুলল বিমানের জানালা, আতঙ্ক ছড়াল গোটা ফ্লাইটে

এক যাত্রী বলেন, "আমরা আতঙ্কিত হয়ে পড়ি। বিমানসেবিকারা আমাদের শান্ত করছিলেন। পরে ওই সিট থেকে যাত্রীদের সরিয়ে দেওয়া হয়। যদিও জানালার বাইরের অংশ অক্ষত ছিল।" এই ঘটনার পর সংবাদমাধ্যমে একটি বিবৃতি দিয়েছে বিমানসংস্থা স্পাইসজেট। বিমান সংস্থার তরফে জানানো হয়, বিমানের জানালার একাধিক স্তর থাকে। সেই স্তরের ভিতরের অংশটা খুলে গিয়েছিল। এতে বিপদের কোনও ঝুঁকি ছিল না। বিমানটি নিরাপদেই অবতরণ করে।

স্পাইস জেটের বিমানে বিপত্তি, মাঝ আকাশে খুলে বেরিয়ে গেল ফ্লাইটের জানালা, তারপর...?