নয়াদিল্লিঃ চলতি বছরের বর্ষার (Monsoon) অতিবৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত উত্তর থেকে দক্ষিণ ভারত। কমবেশি সব রাজ্যেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। জলের তলায় রাজধানী দিল্লি। ইতিমধ্যেই দিল্লিজুড়ে জারি হলুদ ও লাল সতর্কতা। দিল্লির পাশাপাশি জলমগ্ন উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশ। বিভিন্ন স্থানে ধসের ঘটনা ঘটেছে। এছাড়া আকস্মিক বন্যার কারণে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও জারি কমলা সতর্কতা।
বর্ষার অতিবৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জলমগ্ন উত্তরাখণ্ড থেকে হিমাচল
বৃষ্টির কবলে উত্তরপ্রদেশও। জলমগ্ন একাধিক জেলা। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই গাজিয়াবাদ, গুরুগ্রাম-সহ একাধিক এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে। জল জমেছে একাধিক রাস্তায়। যার জেরে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। আগামী ১৭ অগস্ট পর্যন্ত চলবে এই দুর্যোগ, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। বৃহস্পতিবার দিনভর উত্তরপ্রদেশের বরেলী, লখিমপুর, পিলভিট, শাহজাহানপুর, বাহারাইচ এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামিকাল অর্থাৎ ১৫ অগস্ট উত্তরপ্রদেশে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বর্ষার অতিবৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জলমগ্ন উত্তরাখণ্ড থেকে হিমাচল, দেখুন ভিডিয়ো
JUST IN | Rain lashed #Delhi on Thursday morning, with the India Meteorological Department issuing an 'orange' alert for the city and warning of more in the coming hours.
📹@shashiskashyap pic.twitter.com/uexqqXVvy9
— The Hindu (@the_hindu) August 14, 2025