Representational Image (File Photo)

নয়াদিল্লিঃ আরবিআই (RBI) অফিসার সেজে কোটি কোটি টাকা লুট এটিএম (ATM) ভ্যান থামিয়ে সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের সামনে টাকা লুটের অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার লা সাড়ে ১২টা নাগাদ দক্ষিণ বেঙ্গালুরুর জয়নগর ২ ব্লকের কাছে টাকা ভর্তি এটিএম ভ্যানের সামনে এসে দাঁড়ায় একটি হ্যাচব্যাক গাড়ি পিছনে ছিল ইনোভা, একটি এমইউভিও এরপর গাড়ি থেকে তিনজন ব্যক্তি নেমে নিজেদের আরবিআই অফিসার বলে দাবি করেন আরবিআই-এর নিয়ম ভঙ্গ করা হচ্ছে এই অভিযোগ এনে নিরাপত্তারক্ষীদের বন্দুক রেখে ভ্যানে ওঠার নির্দেশ দেওয়া হয় তাঁদের কথায় বিশ্বাস করে তাই করেন নিরাপত্তারক্ষীরা

এরপর ভ্যানের চালককে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে আরবিআই আধিকারিকদের জন্য অপেক্ষা করতে বলে ওই দুষ্কৃতীরা।এরপর নিমহাস জংশনের কাছে এমইউভি-তে থাকা দুষ্কৃতীরা অস্ত্র দেখিয়ে টাকা লুট করে পালায় ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছেন পুলিশের দু'জন ডেপুটি কমিশনার এবং একজন জয়েন্ট কমিশনার।