Medicine To Get Cheaper (Photo Credit: Pixabay)

মুম্বই, ২২ নভেম্বরঃ চলতি বছরে আবারও কমতে চলছে ওষুধের নাম। বৃহস্পতিবার ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল প্রাইসিং অথরিটি (National Pharmaceutical Pricing Authority) একধাক্কায় ১০৭ রকমের ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে চলতি বছরে মত পাঁচ বারের জন্যে কমছে ওষুধের দাম। আরও সস্তা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় ওষুধ (Medicine To Get Cheaper)।

দেখুনঃ 

 

বৃহস্পতিবার ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল প্রাইসিং অথরিটি সস্তা হওয়া ওষুধের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জ্বরের ওষুধ প্যারাসিটামল (Paracetamol) থেকে শুরু করে অ্যামক্সিসিলিন, রাবোপ্রাজল, মেটফরমিন সহ একাধিক ওষুধের নাম রয়েছে। এই সকল ওষুধগুলো নিত্যপ্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে।

তবে কেবল এই সকল নিত্যপ্রয়োজনীয় ওষুধই নয়, মারণরোগ ক্যানসারের (Cancer) ওষুধের দামেও হ্রাস টেনেছে ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ৪০% দাম কমছে ক্যানসারের ওষুধের। এছাড়াও সুগার, জ্বরের ওষুধের দামে ৪০% ছার মিলতে চলেছে। দামী দামী ওষুধের ক্ষেত্রে ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল প্রাইসিং অথরিটির এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের ঘরে।