Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ খোদ রাজধানীর বুকে ধর্ষিতা (Raped) ১৮ বছরের ডাক্তারি পড়ুয়া অভিযোগের তীর সহপাঠীর বিরুদ্ধে পার্টিতে দেদার মদ্যপানের পর হোটলের মধ্যে ব্ল্যাকমেল করে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে দিল্লির আদর্শ নগর এলাকায় নির্যাতিতার অভিযোগ, তাঁকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক ঘনিষ্ঠ বন্ধু সেই মুহূর্ত ফোনে রেকর্ড করে তা দেখিয়ে হুমকি দিয়ে ফের শারীরিক সম্পর্ক করার জন্য চাপ দেওয়া হয় তাঁকে রাজি না হলে ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়

পার্টিতে বন্ধুর লালসার শিকার ডাক্তারি পড়ুয়া

এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন ওই ডাক্তারি পড়ুয়া অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক অভিযুক্ত তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ জানা গিয়েছে, নির্যাতিতা হরিয়ানার ঝিন্দের বাসিন্দা পড়াশোনার জন্য দিল্লিতে থাকতেন তিনি অন্যদিকে অভিযুক্ত যুবকও ঝিন্দেরই বাসিন্দা সেই সূত্রেই দু'জনের বন্ধুত্ব গভীর হয়। এরপরই সম্প্রতি একটি পার্টিতে তরুণীকে ডেকে পাঠায় ওই যুবক। বন্ধুর ডাকে সেখানে পৌঁছন ডাক্তারি পড়ুয়া। পার্টিতে মদ্যপান করেন তাঁরা। এরপরই তাঁর  উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। 

পার্টিতে ডেকে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ সহপাঠীর