নয়াদিল্লিঃ রাজ্যজুড়ে দু'দিনের জন্য মাছ, মাংস-সহ সমস্ত আমিষ খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থান সরকার। পর্যুষণ উৎসব এবং অনন্ত চতুর্দশী উপলক্ষে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সরকারের তরফে। গতকাল অর্থাৎ সোমবারই এই নির্দেশিকা জারি করে রাজস্থান সরকার। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৮ অগস্ট পর্যুষণ উৎসব ও ৬ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী, এই দু'দিন রাজ্যের সমস্ত কসাইখানা ও মাছ, মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী ডিম বিক্রিতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
এই রাজ্যে দু'দিন নিষিদ্ধ আমিষ খাবার
কিন্তু সরকারের এই সিদ্ধান্তের পরও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ধর্মীয় সংগঠনগুলির দাবি মেনে কেন এই ধরণের সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এই সিদ্ধান্ত মানুষের খাদ্যাভ্যাসের ওপর হস্তক্ষেপ করছে বলে দাবি বিরোধীদের। রাজস্থান সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাঁর কথায়, "সরকারের এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।" উল্লেখ্য, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবস এবং ২০ আগস্ট বিভিন্ন উৎসব উপলক্ষে মহারাষ্ট্রের একাধিক পুরসভা মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল।
আগামীতে ২ দিন বন্ধ থাকবে এই রাজ্যের সমস্ত মাছ মাংসের দোকান, কারণ কী?
Rajasthan Bans Sale Of Meat, Other Non-Veg Products For Two Days Due To Religious Festivals #MeatBan #Rajasthan https://t.co/Va95CgpNKE
— ABP LIVE (@abplive) August 25, 2025