ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ দেশজুড়ে বাড়ছে ভাষা প্রতিবাদের পরিধি। এবার মুম্বইয়ের (Mumbai) লোকাল ট্রেনে (Local Train) প্রতিবাদের ঝড়। ট্রেনে সামান্য আসন নিয়ে বচসা। ‘মারাঠি শেখো, না হলে শহর ছাড়ো’মন্তব্য মহিলার। এই প্রসঙ্গে এবার উত্তাল মহারাষ্ট্র। জানা গিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ের এল লোকাল ট্রেনের কামরায় বচসার সূত্রপাত। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিয়ো।

মহারাষ্ট্রে ফের ভাষা বিতর্ক, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, তর্কে জড়িয়েছেন ৬-৭ জন। মারাঠি ভাষায় কথা বলতে না পারায় এক মহিলাকে আক্রমণ করছেন আর এক মহিলা। তাঁদের তর্কাতর্কিতে জড়িয়েছেন আরও কয়েকজন যাত্রী। ভাইরাল ভিডিয়োতে এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, "মুম্বইয়ে থাকতে হলে মারাঠিতে কথা বলতে হবে, না পারলে শহর ছেড়ে বেরিয়ে যান।" এই ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে ভারতীয় রেল। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। উল্লেখ্য, কিছু মাস ধরেই মহারাষ্ট্রজুড়ে ভাষা বিতর্কের ঝড় উঠেছে। শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রতিবাদে নাম জড়িয়েছে রাজ ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীদের। অ- মারাঠিভাষাভাষী মানুষদের উপর হামলা চালানোর অভিযোগ উঠছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীদের বিরুদ্ধে।

এবার লোকাল ট্রেনে ভাষা বিতর্কের ঝড়, ভাইরাল ভিডিয়ো