অভিযুক্তরা (ছবিঃX)

নয়াদিল্লিঃ কারারক্ষীদের ঘুষ দিয়ে জেলের (Jail)বাইরে বন্দিদের ফুর্তি। ঘটনা জানাজানি হতেই শোরগোল। নিয়মভঙ্গের অভিযোগে গ্রেফতার পাঁচ কনস্টেবল। সেই সঙ্গেই গ্রেফতার বন্দিদের চার আত্মীয়। ঘটনাটি ঘটেছে জয়পুরের কেন্দ্রীয় কারাগারে। জানা গিয়েছে, জেল হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়ার নাম করে ঘণ্টার পর ঘণ্টা জেলের বাইরে কাটাত ওই পাঁচ বন্দি। অনেকসময় স্ত্রী এবং প্রেমিকাদের নিয়ে জয়পুরের বিভিন্ন হোটেলে পর্যন্ত উঠত তারা। সবটাই হত জেল আধিকারিকদের চোখের সামনে। তাঁদের মোটা টাকা ঘুষ দিয়ে এই কাজ করত বন্দিরা, এমনটাই অভিযোগ। মোট ২৫ হাজার টাকা ঘুষ দিতে হত। নিজেদের মধ্যে ৫ হাজার টাকা করে ভাগ করে নিতেন দায়িত্বে থাকা কনস্টেবলরা। এরপরই হাসপাতালে যাওয়ার নাম করে যে যার মতো ঘুরতে চলে যেত তারা।

জেলবন্দিদের পর্দাফাঁস, গ্রেফতার ১৩

এই গোটা ঘটনা জানাজানি হয় যখন রফিক নামে এক বন্দি তার স্ত্রীয়ের সঙ্গে জয়পুরের একটি হোটেলে দেখা করতে যায়। পরে ওই হোটেল থেকে নেশাগ্রস্ত অবস্থায় উদ্ধার করা হয় তার স্ত্রীকে। মাদক সেবন করার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার সূত্র ধরেই বন্দিদের এই কার্যকলাপ সামনে আসে। ইতিমধ্যেই বন্দিদের আত্মীয়, চার কনস্টেবল-সহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই সমস্ত অভিযোগকে মিথ্যে বলে দাবি ওই কারারক্ষীদের।

স্ত্রী ও প্রেমিকাদের নিয়ে হোটেলে, কারারক্ষীদের ঘুষ খাইয়ে জেলের বাইরে ফুর্তি জেলবন্দিদের