ফিল্মি কায়দায় ব্যাঙ্ক ডাকাতি (ছবিঃX)

নয়াদিল্লিঃ কর্ণাটকে (Karnataka) ভয়বহ ব্যাঙ্ক ডাকাতি (Bank Robbery)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) ব্রাঞ্চ থেকে লুট ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা। গোটা ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। সাম্প্রতিক অতীতে ভারতে ঘটে যাওয়া অন্যতম বৃহৎ ব্যাঙ্ক ডাকাতির মধ্যে এই ঘটনাকে রাখা হচ্ছে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কর্নাটকের বিজয়পুরা জেলার চাদাচান শহরের একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে। এদিন সন্ধ্যা সেনা জওয়ানের পোশাকা পরে হাতে বন্দুক উঁচিয়ে ব্যাঙ্কের ভিতর ঢুকে আসে দুষ্কৃতীরা। তাদের মুখ মাস্কে ডাকা ছিল। এরপর সোজা ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীদের উপর চড়াও হয় তারা। কয়েকজনকে মারতে মারতে টয়লেটে তালা বন্ধ করে দেওয়া হয়। এরপর অবাধে লুটপাট চালায় ওই দুষ্কৃতীরা। ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে দিয়ে লকার খোলায় তারা। এরপর ভল্ট থেকে টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় ডাকাত দল।

কর্ণাটকে বড়সড় ব্যাঙ্ক ডাকাতি, খোয়া গেল ২০ কোটি টাকার জিনিস

এরপরই পুলিশে খবর দেওয়া হয়। তদন্তে নেমে ডাকতদের গাড়িটি উদ্ধার করা গিয়েছে। মহারাষ্ট্রের পন্ধরপুরে পাওয়া গিয়েছে এই গাড়িটি। পুলিশ সূত্রে খবর, পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল ডাকাতদের গাড়ি। ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে এলাকায় এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে র্নাটক এবং মহারাষ্ট্র পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ব্যাঙ্ক ও তার আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই কর্ণাটকের বিজয়পুরাতে এই ধরনের একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। কানাড়া ব্যাঙ্কের একটি ব্রাঞ্চ থেকে লুট হয় ৫৯ কেজি সোনা এবং ৫ লক্ষ ২০ হাজার টাকা।

সেনা জওয়ান সেজে ফিল্মি কায়দায় ডাকাতি, এসবিআই ব্যাঞ্চ থেকে লুট ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা