প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছত্তিসগড় (Chhattisgarh)। মাওবাদীদের (Maoist) বিরুদ্ধে একের পর এক অভিযানে সাফল্য পেয়েছে নিরাপত্তারক্ষী বাহিনী। দু'পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে শীর্ষ মাওবাদী নেতার। প্রাণ গিয়েছে নিরাপত্তাবাহিনীর জওয়ানদের। এই আবহে এবার ছত্তিসগড়ের বিজাপুরে তিনজন সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে হত্যা করল মাওবাদীরা। গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

গ্রামবাসীদের গলায় ফাঁস দিয়ে খুন করল মাওবাদীরা

গতকাল, অর্থাৎ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বিজাপুরের নয়াপাড়ার পেদ্দাকোর্মা এলাকায়। পুলিশের চর সন্দেহে হত্যা বলে সূত্রের খবর। এক ডজন গ্রামবাসীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এই বাসিন্দারা পুলিশের হয়ে কাজ করত বলে অনুমান মাওবাদীদের। আর সেই জন্যই তাঁদের হত্যা করে মাওবাদীরা। গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, গত কয়েকদিনে উত্তপ্ত হয়ে ওঠে ছত্তিসগড়। নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় মাওবাদী দলের সাধারণ সম্পাদক নাম্বালা কেশর রাও ওরফে বাসবরাজুর। বিজাপুর এলাকায় মৃত্যু হয় মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরের। একইসঙ্গে আত্মসমর্পণ করে মাওবাদী দলের বহু সদস্য।

 গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে সাধারণ মানুষকে গলায় ফাঁস দিয়ে হত্যা করল মাওবাদীরা