ইম্ফল, ৮ জানুয়ারি: ফের উত্তপ্ত মণিপুর (Manipur)। এবার মণিপুরের মোরেতে নিরাপত্তারক্ষী এবং সশস্ত্র দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ ছড়ায়। রবিবার রাত থেকে ভারত-মায়ানমার সীমান্ত উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ভারত-মায়ানমার সীমান্তের বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে সশস্ত্র দুষ্কৃতীরা সমতলে নেমে আসতে শুরু করে। যার জেরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষ শুরু হয়। ফলে রবিবার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে মণিপুরের মোরে।
প্রসঙ্গত গত ২ জানুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের তেঙ্গুপাল। যার জেরে ৬ নিরাপত্তা রক্ষী আহত হন। যার মধ্যে বেশ কয়েকজন বিএসএফ (BSF) জওয়ানও রয়েছেন। ঘটনার পরপরই জখম নিরাপত্তারক্ষীদের নিয়ে যাওয়া হয় ইম্ফল (Imphal) হাসপাতালে (Hospital)। হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয় আহত জওয়ানদের।
আরও পড়ুন: Manipur Violence: উত্তপ্ত মণিপুর সফরে রাহুল, 'হিংসা নয় ভালবাসা' দিয়ে ক্ষত সারানোর বার্তা কংগ্রেসের
ওই ঘটনার পরপর মুখ খোলেন মণিপুরের মুখ্যমন্ত্রীএন বীরেন সিং। তিনি বলেন, মণিপুরে অশান্তির জন্য দায়ি সীমান্তের ওপারের দুষ্কৃতীরা। এন বীরেন সিংয়ের ওই মন্তব্যের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের মোরে।