প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লিঃ ফের অশান্ত মণিপুর (Manipur )। মেইতেই সংগঠন আরামবাই টেংগোলের পাঁচ স্বেচ্ছাসেবকের গ্রেফতারির জেরে উত্তেজনা ছড়ায়। এই অবস্থায় সে রাজ্যে পাঁচদিনের জন্য বন্ধ ইন্টারনেট (Internet) পরিষেবা। শনিবার রাতে এই নিষেধাজ্ঞা জারি হয়। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, কাকচিং ও থৌবাল জেলায় বন্ধ পরিষেবা। শনিবার রাতে ব্যাপক অশান্তি ছড়ায় ইম্ফলে। তাণ্ডব চলে ইম্ফল শহরের বিভিন্ন প্রান্তে। টেংগোলের সদস্যদের মুক্তির দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে, টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর এরপরই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মণিপুর সরকার।

ফের অশান্ত মনিপুর, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল সরকার

ঘৃণামূলক বক্তব্য এবং ঘৃণামূলক ভিডিয়ো বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এই মর্মে শান্তি ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানও হয় প্রশাসনের তরফে। সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে চাইলে আইনি ব্যবস্থা নিতে পারে সরকার।" অন্যদিকে এলাকায় এলাকায় মোতায়েন অতিরিক্ত বাহিনী। চলছে টহলদারি। আর নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায় সেদিকে নজর দেওয়া হচ্ছে।

ফের উত্তপ্ত মণিপুর, পাঁচ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা