ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ বেঙ্গালুরু বিমানবন্দরে (Bengaluru Airport)চাঞ্চল্যকর ঘটনা। দুই ট্যাক্সি চালকের মধ্যে বচসা। বিমানবন্দরের মধ্যে একে অপরকে ছুরি বের করে দেখালেন অন্যজন। ভাইরাল হল সেই মুহূর্তের ভিডিয়ো। সিআইএসএফ-এর তরফে এক্স হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন বিমান বন্দরের বাইরে থেকে ছুটে আসছেন। তাঁর হাতে একটি ছুরি রয়েছে। সেই ছুরি নিয়ে তিনি বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে থাকা দুই ট্যাক্সি চালকের উপর হামলা চালান।

এই ঘটনা দেখে ছুটে আসেন সিআইএসএফ আধিকারিকেরা। ওই চালকের হাত থেকে ছুরি কেড়ে নেন তাঁরা। এরপর আহত দুই ট্যাক্সি চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্তের সঙ্গে ওই দুই ট্যাক্সি চালকের আগে থেকেই কোনও সমস্যা ছিল। সোমবার রাতে ফের তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই একে অপরকে ছুরি দিয়ে আক্রমণ করে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বচসার জেরে ছুরি দিয়ে আক্রমণ, ভাইরাল বেঙ্গালুরু বিমানবন্দরের হাড়হিম ভিডিয়ো