Air India Express Flight (Photo Credits: Wikimedia Commons)

মুম্বই, ৩ জুনঃ মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, বিমান সেবিকার উপর হামলার অভিযোগে গ্রেফতার হলেন এক যাত্রী। বিমানের মধ্যে যাত্রীর উপদ্রপের জেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটটি (Air India Express Flight) মুম্বই বিমানবন্দরে জরুরি অবতারণ করাতে বাধ্য হন চালক। এরপরেই বিমানবন্দর থেকে গ্রেফতার হন বছর সাতাশের ওই যুবক।

আরও পড়ুনঃ কলকাতাগামী ইন্ডিগো বিমানে বিস্ফোরণের হুমকি, টানা তিনদিন বোমাতঙ্কের জেরে উদ্বিগ্ন কর্তৃপক্ষ

বিমান বিভ্রাটের ঘটনাটি ঘটেছে গত ১ জুন, শনিবার। কেরলের কোঝিকোড় থেকে মধ্যপ্রাচ্যের বাহরাইনের (Bahrain) উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি। জানা যাচ্ছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি বিমানের পিছন দিকে গিয়ে দরজা খোলার চেষ্টা করেন। বিমানসেবিকারা তাঁকে বাধা দিতে গেলে উলটে তিনি চড়াও হন ক্রু সদস্যের উপর। অকথ্য ভাষায় গালিগালাচ তো বটেই পাশাপাশি বিমানসেবিকাদের উপর হামলা করেন বলেও অভিযোগ।

পরিস্থিতি ক্রমশ বেগতিক হওয়ায় বিমানের বাকি যাত্রীদের নিরাপত্তার ঝুঁকি না নিয়ে মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতারণ করেন পাইলট। এরপরেই খবর দেওয়া হয় পুলিশ। কেরল নিবাসী আব্দুল মুসাভির নাদুকান্দি নামে বছর ২৭-এর ওই যুবককে গ্রেফতার করে বিমানবন্দর পুলিশ। জীবন বিপন্ন করা, শান্তি ভঙ্গের চেষ্টা করা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, হামলা এবং বিমান আইন লঙ্ঘন সহ একাধিক অভিযোগ উঠেছে