নয়াদিল্লিঃ বাঁশের খুঁটিতে বেঁধে চলছে বেধড়ক মার। কখনও বেল্ট(Belt), কখনও আবার লাঠি দিয়েই মারা হচ্ছে মহিলাকে। যন্ত্রণায় চিৎকার করলেও নিস্তার নেই মহিলার। প্রতিবেশীরা এসে তাঁকে বাঁচানোর চেষ্টা করেও লাভ হয়নি। জানা গিয়েছে, নিজের স্বামীর হাতেই অত্যাচারের শিকার ওই মহিলা। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তের ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়। ঘটনাটি জানাজানি হতেই পলাতক অভিযুক্ত স্বামী।
প্রকাশ্যে বধূ নির্যাতন, পলাতক অভিযুক্ত স্বামী
জানা গিয়েছে, অভিযুক্তের নাম গুরুনথাম বালারাজু। স্ত্রী ভাগ্যাস্মাকে এইভাবে অত্যাচার করেন তিনি। সন্দেহের বশে স্ত্রীর উপর নিত্যদিন অত্যাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তদন্তে নেমে আরও জানা গিয়েছে, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকেন বালারাজু। সম্প্রতি নিজের গ্রামে ফেরেন। অসুস্থতার কারণেই গ্রামে ফেরা। গ্রামে ফিরেই স্ত্রী ভাগ্যাস্মাকে টাকা ও সন্তানদের নিয়ে তাঁর কাছে আসতে বলেন তিনি। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন ভাগ্যাস্মা। আর তাতেই চটেন বালারাজু। স্ত্রীকে খুঁটিতে বেঁধে মারধর শুরু করেন তিনি। বাধা দিতে গেলে তিনি জানান, স্ত্রীর অন্য যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই টাকা দিতে অস্বীকার করছেন তিনি। পাল্টা আক্রান্ত স্ত্রী জানান, দ্বিতীয় বিয়ে করে তাঁকে ছেড়ে চলে গিয়েছেন বালারাজু। চার সন্তানকে একাই বড় করছেন তিনি। তাঁদের কোনও দায়িত্ব নেননি অভিযুক্ত। তাই টাকা দিতে অস্বীকার করেন তিনি। ইতিমধ্যেই বালারাজুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
সন্দেহের বশে স্ত্রীকে খুঁটিতে বেঁধে বেধড়ক মার, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই পলাতক স্বামী
Andhra man ties up wife, thrashes her with belt as neighbours try to intervene. Srividya wrote that Rambabu began abusing her just a month after the wedding, coming home drunk and inflicting both mental and physical torture. Action Needs to be Taken pic.twitter.com/9LviF8CG9t
— The Haryana Story (@TheHaryanaStory) September 17, 2025