Representative Photo (Photo Credits: X)

নয়াদিল্লিঃ তৃতীয় সন্তানে(Child) সম্মতি ছিল না কখনই। কিন্তু কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। আর এরপরই তাকে পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করে বসে বাবা। নিজের চার মাসের ফুটফুটে শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai)ঘাটকোপার এলাকায়। অভিযুক্তের নাম সঞ্জয় কোকারে। চার মাস আগে শিশুকন্যার জন্ম দেন সঞ্জয়ের স্ত্রী শাইলাজা। পরিচারিকার কাজ করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি মেয়েকে ঘরে রেখে প্রতিদিনের মতো কাজে গিয়েছিলেন তিনি। ফিরে দেখেন নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রয়েছে চার মাসে শিশুকন্যা। মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন শাইলাজা। তড়িঘড়ি তাকে নিয়ে রাজাওয়ারি হাসপাতালে নিয়ে ছোটেন তিনি। কিন্তু ততক্ষণে সব শেষ। শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

শিশুকন্যাকে গলায় দড়ি পেঁচিয়ে খুন বাবার

এই ঘটনার শুরু থেকে বাবা সঞ্জয় জানায়, পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কন্যার। প্রথমে তার কথা বিশ্বাস করলেও পরে সন্দেহ হয় শাইলাজার। সোজা পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশকে তিনি জানান, তৃতীয় সন্তানে খুশি ছিল না স্বামী। এরপরই সঞ্জয়ের উপর নজদারি চালায় পুলিশ। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে পুলিশি জেরায় ভেঙে পড়ে সঞ্জয়। অপরাধের কথা স্বীকার করে সে। পুলিশকে সঞ্জয় জানায়, গলায় দড়ি পেঁচিয়ে শিশুকন্যাকে হত্যা করেছে সে। ইতিমধ্যেই ধৃত সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

 তৃতীয় সন্তানে আপত্তি, শিশুকন্যাকে খুন বাবার