বিলাসবহুল গাড়িতে হালকা ধাক্কা লাগায় অ্যাপ ক্যাবের চালককে আছড়ে মাটিতে ফেলল এক ব্যক্তি। গত ১৮ অগাস্ট রাত ১১টা ২০ নাগাদ মুম্বইয়ের ঘাটকোপারে (Ghatkopar) একটি মলের বিপরীতে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, ঋষভ চক্রবর্তী নামে অভিযুক্ত ব্যক্তি তাঁর বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অন্তরা ঘোষ এবং আরেক মহিলা। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ি আাচমকাই দাঁড়িয়ে পড়ে। তখনই পেছন থেকে আসা একটি অ্যাপ ক্যাব হালকা করে অডির পেছনে ধাক্কা মারে। তবে সঙ্গে সঙ্গে সে নিজের গাড়ি পেছনেও নিয়ে নেয়।
অভিযোগ, অডি গাাড়ি থেকে ঋষভ এবং তাঁর স্ত্রী অন্তরা নেমে এসে ট্যাক্সি চালক কায়ামুদ্দিন আনসারিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও চিৎকার করতে থাকে। এর মাঝে ঋষক ক্যাবের চালকের দরজার দিকে গিয়ে কায়ামুদ্দিনকে রেগে গিয়ে তুলে চেপে তুলে ধরে। তারপর মাটিতে আছড়ে ফেলে দেয়। রাস্তার মাঝে ওরকমভাবে ফেলে দেওয়ার কারণে ওলা চালকের মাথা ফেটে যায়। সেই সঙ্গে কাঁধেও গুরুতর চোট লাগে। তবে তারপরেও থেমে থাকেনি ঋষভ। চালকের পেটে লাথিও মারে সে।
Guys, please don't get into road rage.
It can land you into trouble.
Ola rammed into Audi which led to this.
Also there is a backstory to this, which needs to be verified as the reason why the Audi driver took such an extreme step.
📍Mumbaipic.twitter.com/viFcWHmRv6
— Roads of Mumbai (@RoadsOfMumbai) August 30, 2024
ঘটনার ভিডিয়ো সামনে আসার পরেই অভিযুক্ত অডি মালিক ও তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আহত চালককে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। পুলিশসূত্রে খবর, আহত চালক এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থীতিশীল।